বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০১৪

আয়াতুল কুরসি

আয়াতুল কুরসি

আয়াতুল কুরসী (আরবি: آية الكرسي ‎) হচ্ছে পবিত্র কোরআন শরীফের দ্বিতীয় সুরা আল বাকারার ২৫৫তম আয়াতটি। এটি কোরআন শরীফের সবচেয়ে প্রসিদ্ধ আয়াত এবং ইসলামিক বিশ্বের এটি ব্যাপকভাবে মুখস্ত করা হয়। এতে সমগ্র মহাবিশ্বের উপর আল্লাহর জোরালো ক্ষমতার কথা বর্ণনা করে। 

নবী মুহাম্মদ (সা•) বলেছেন, যে ব্যক্তি প্রত্যেহ পাঁচ ওযাক্ত নামাজের পর সঙ্গে সঙ্গে আয়তুল কুরসি পাঠ করবেন তার আর জান্নাতের মাঝে ব্যবধান থাকল মৃত্যু। অর্থাৎ মৃত্যু হলেই তিনি জান্নাতে যাবেন। 

আরবীতেঃ

اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ [٢:٢٥٥]

উচ্চারনঃ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বইয়্যুমু লা তা খুজুহু সিনাত্যু ওয়ালা নাউম। লাহু মা ফিছছামা ওয়াতি ওয়ামা ফিল আরদ্। মান যাল্লাযী ইয়াস ফায়ু ইন দাহু ইল্লা বি ইজনিহি ইয়া লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খল ফাহুম ওয়ালা ইউ হিতুনা বিশাই ইম্ মিন ইল্ মিহি ইল্লা বিমা সাআ ওয়াসিয়া কুরসিইউ হুস ছামা ওয়াতি ওয়াল আরদ্ ওয়ালা ইয়া উদুহু হিফজুহুমা ওয়াহুয়াল আলিয়্যূল আজীম।

অনুবাদঃ আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর। কে আছ এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর সিংহাসন সমস্ত আসমান ও যমীনকে পরিবেষ্টিত করে আছে। আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। [২:২৫৫]

শেক্সপিয়ার

- সাফল্যের ৩টি শর্তঃ - অন্যের থেকে বেশী জানুন! - অন্যের থেকে বেশী কাজ করুন! - অন্যের থেকে কম আশা করুন! 

- তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোঁখে জল আসে, তবে মনে রেখো, তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না।

- তোমার বন্ধু যখন বিপদে থাকবে , তখন সে না ডাকলেও তাকে সাহায্য কর। কিন্তু, যখন সে খুশিতে থাকবে , তখন সে না ডাকলে যেওনা।

- শেক্সপিয়ার কে একজন জিজ্ঞেস করলো "তুমি বিয়ে করেছ তোমার চেয়ে বেশি বয়সের একটি মেয়েকে। তোমার লজ্জা করেনা। " শেক্সপিয়ার তাকে একটি ক্যালেন্ডার এনে দেখালেন আর বললেন "আপনি বলতে পারবেন সপ্তাহের সাতটি দিনের মধ্যে কোনটা যুবক আর কোনটা বৃদ্ধ? " আসলে ভালবাসার কোন বয়স হয়না আপনি যে কাউকেই ভালবাসতে পারেন। 

- প্রয়োজন খারাপ কেও ভাল করে তোলে।

- মহত্ত্বের প্রতীক হচ্ছে ক্ষমাশীলতা।

- জীবন জীবন মানেই অনিশ্চিত ভ্রমণ।

- আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়।

- ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে, কিন্তূ সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে |

হুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদ

- আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে। যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না।

- জীবনে কখনো কাউকে বিশ্বাস করতে যেও না। কারণ, যাকেই তুমি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে।

- ভালোবাসা একটা পাখি। যখন খাঁচায় থাকে তখন মানুষ তাকে মুক্ত করে দিতে চায়। আর যখন খোলা আকাশে তাকে ডানা ঝাপটাতে দেখে তখন খাঁচায় বন্দী করতে চায় । 

- তুমি একটা খারাপ কাজ করেছো তার মানে তুমি একজন মানুষ, তুমি সেই খারাপ কাজটার জন্য অনুতপ্ত তার মানে তুমি একজন ভাল মানুষ।

- মানুষের মনের ভাব কখনোই মুখে প্রতিফলিত হয় না।মুখের ওপর সর্বদা পর্দা থাকে।শুধু মানুষ যখন হাসে তখন পর্দা দূরীভূত হয়।হাস্যরত একজন মানুষের মুখে তার মনের ছায়া দেখা যায়। 

- একজন মানুষকে সত্যিকার ভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা। 

- সব ক্ষমতা নিয়ে একজন দূরে বসে আছেন।ভুল বললাম-দূরে না,কাছেই বসে আছেন।খুব বেশি কাছে বলেই তাকে দেখা যায় না। 

- হাসি সবসময় যে সুখের প্রকাশ তা নয়, আপনি কতটা দু:খ লুকাতে পারেন তাও বুঝায়।

- সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ সহজে মিথ্যা বলতে পারে না। মিথ্যা সাধারনত বলতে হয় অন্যদিকে তাকিয়ে। যারা চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলতে পারে, তারা সত্যিকার অর্থেই ভয়ংকর। 

- প্রকৃতির কাছে কিছু চাইতে নেই, কারণ প্রকৃতি মানুষের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখে না। 

- বিপদ যখন আসে একটার পর একটা আসে।বিপদরা পাঁচ ভাই বোন।এদের মধ্যে খুব মিল।এই ভাইবোনরা কখনো একা কারো কাছে যায় না।প্রথম একজন যায় , তারপর অন্য ভাইবোনেরা উপস্থিত হয়। 

- তুমি যদি কাউকে হাসাতে পার, সে তোমাকে বিশ্বাস করবে. সে তোমাকে পছন্দও করতে শুরু করবে!

- মিথ্যা কখনো এক লাইনে বলা যায় না। মিথ্যা বলতে হয় আটঘাঁট বেঁধে। সত্যি কথার কোন ডিটেল ওয়ার্কের প্রয়োজন হয় না, কিন্ত মিথ্যা মানেই প্রচুর ডিটেল কাজ।

হুমায়ুন আজাদ

- পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও।

- এখানে অসতেরা জনপ্রিয়, সৎ মানুষেরা আক্রান্ত। 

- একজন চাষী বা নদীর মাঝি সাংস্কৃতিকভাবে যতোটা মূল্যবান, সারা সচিবালয় ও মন্ত্রীপরিষদও ততোটা মূল্যবান নয়।

- বাঙালি আন্দোলন করে, সাধারণত ব্যর্থ হয়, কখনোকখনো সফল হয়; এবং সফল হওয়ার পর মনে থাকে না কেনো তারা আন্দোলন করেছিলো।

- বাস্তব কাজ অনেক সহজ অবাস্তব কাজের থেকে ; আট ঘন্টা একটানা শ্রম গাধাও করতে পারে, কিন্তু একটানা এক ঘন্টা স্বপ্ন দেখা রবীন্দ্রনাথের পক্ষেও অসম্ভব।

- এদেশে সবাই শিক্ষানুরাগী ও সমাজসেবক : দারোগার শোকসংবাদেও লেখা হয়, ‘তিনি শিক্ষানুরাগী ও সমাজসেবক ছিলেন’।

- ক্ষুধা ও সৌন্দর্যবোধের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যে-সব দেশে অধিকাংশ মানুষ অনাহারী, সেখানে মাংসল হওয়া রূপসীর লক্ষণ; যে-সব দেশে প্রচুর খাদ্য আছে, সেখানে মেদহীন হওয়া রূপসীর লক্ষণ। এজন্যেই হিন্দি আর বাঙলা ফিল্মের নায়িকাদের দেহ থেকে মাংস চর্বি উপচে পড়ে। ক্ষুধার্ত দর্শকেরা সিনামা দেখে না, মাংস ও চর্বি দেখে ক্ষুধা নিবৃত্ত করে।

- সব ধরনের অভিনয়ের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রাজনীতি; রাজনীতিকেরা অভিনয় করে সবচেয়ে বড় মঞ্চে ও পর্দায়।

- বাঙালির জাতিগত আলস্য ধরা পড়ে ভাষায়। বাঙালি ‘দেরি করে’, ‘চুরি করে’, এমনকি ‘বিশ্রাম করে’। বিশ্রাম ও বাঙালির কাছে কাজ।

- দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম।

- একবার রাজাকার মানে চিরকাল রাজাকার; কিন্তু একবার মুক্তিযোদ্ধা মানে চিরকাল মুক্তিযোদ্ধা নয়।

রবীন্দ্রনাথ

- ভালোবাসা যেখানে গভীর, নত হওয়া সেখানে গৌরবের। 

- অবাধ্য যার স্ত্রী, জীবন তার দুর্বিষহ।

- বোবার শত্রু নেই একথা যে বলেছিলো, সে নিশ্চই অবিবাহিত ছিলো।

- প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন।

- তুমি যদি কাউকে ভালোবাস,তবে তাকে ছেড়ে দাও।যদি সে তোমার কাছে ফিরে আসে,তবে সে তোমারই ছিল।আর যদি ফিরে না আসে,তবে সে কখনই তোমার ছিল না। 

- পরস্পর পরস্পরের জুলুম ঘাড় পেতে বহন করবে, এইজন্য তো বিবাহ ।

- স্ত্রীর সঙ্গে বীরত্ব করে লাভ কি? আঘাত করলেও কষ্ট, আঘাত পেলেও কষ্ট। 

- প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস, তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ।

- মেয়েরা অল্প কারণে কাদতে জানে এবং বিনা কারণে হাসতে পারে, কারণ ব্যতীত কার্য হয় না, জগতের এই কড়া নিয়মটা কেবল পুরুষের পক্ষেই খাটে ।

- শিমুল কাঠই হোক আর বকুল কাঠই হোক, আগুনের চেহারাটা একই ।

- প্রেম মানুষ কে শান্তি দেয়। কিন্তু স্বস্তি দেয় না। প্রেমের মধ্যে ভয় না থাকলে প্রেমের রস নিবিড় হয় না। 

- নাম মানুষকে বড় করে না, মানুষই নাম কে জাগিয়ে তোলে।

- আলো বলে, "অন্ধকার তুই বড় কালো" অন্ধকার বলে, "ভাই তাই তুমি আলো"। 

- ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারও মনে পড়ে না, তাহার পরে বেঠিক সময়ে বেঠিক বাসনা লইয়া অস্থির হইয়া মরে।

- সেই ছেলেকে জীবন সঙ্গী করো, যার ভবিষ্যৎ ভালো। সেই মেয়েকে জীবন সঙ্গিনী করো, যার অতীত ভালো।

মার্ক টোয়েন

একটা টেলিগ্রাফ আবিষ্কারের পিছনে হাজারো মানুষের অবদান থাকে; একটা স্টিম ইঞ্জিন, একটা ফোনোগ্রাফ, একটা ফোটোগ্রাফ, একটা টেলিফোন বা অন্য যে কোন গুরুত্বপূর্ণ আবিষ্কারের পিছনেও তাই থাকে — কিন্তু শেষ লোকটাই কৃতিত্ব পায় আর আমরা বাকিদের কথা ভুলে যাই।

- আমি একবার আমার ১২ জন বন্ধুকে এই টেলিগ্রামটা পাঠিয়েছিলাম — সব ফাঁস হয়ে গেছে -তাড়াতাড়ি পালাও! তাদের সবাই শহর ছেড়ে ভেগে গিয়েছিল সাথেসাথে।

- আপনাকে আঘাত করতে হলে, আপনার শত্রু আর আপনার বন্ধু – দুজনেরই সম্মিলিত উদ্যোগ লাগেঃ একজন আড়ালে আপনার নিন্দা করবে আর আরেকজন সেই খবরটা আপনার কাছে বহন করে আনবে।

- একটা ক্লাসিক হচ্ছে সেই বইটা যা সবাই নিজের পড়া বলে আশা করে, কিন্তু কেউই পড়তে চায় না।

- ১লা এপ্রিল সেই দিবস যেদিন বছরের অন্য ৩৬৪ দিন আমরা আসলে কি – সেইটা উদযাপন করি।

- সবসময় সঠিক কাজটি করুন। এটা কিছু লোককে খুশি করবে, আর বাকিদেরকে করবে অবাক।

- সাহস হচ্ছে ভয়কে প্রতিরোধ করা, ভয়কে জয় করা, ভয়শুন্যতা নয়।

- স্বাস্থ্য ঠিক রাখার একমাত্র পথ হচ্ছে আপনি যা খেতে চান না তা খেতে হবে… এবং যা করতে চান না তা করতে হবে।

- রাজনীতিবিদরা ডায়াপারের মত। এদেরকে নিয়মিত বদলাতে হয়। একই কারনে।

- সত্যবাদিতা স্মৃতিশক্তির উপর চাপ কমায়।

হযরত মুহাম্মদ (স)

- মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি স্বরণ করে এবং উহার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান। 

- হযরত জাবের রা: হতে বর্নিত,তিনি বলেন এক জনৈক ব্যত্তি রাসুল সা: কে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল. ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোউত্তম? রাসুল সা: বলেন. তুমি পরিচিত ও অপরিচিত সবাই কে সালাম দিবে।এবং অপর কে খাওয়াবে।

- রাসূল (সাঃ) বলেন পৃথিবীতে সেই সবচেয়ে কৃপন যে মুসলমান অন্য মুসলমানকে সালাম দিতে কৃপনতা করে। 

- হাদিসে এসেছে একদা মহানবী (সা) কে একজন সাহাবি জিজ্ঞাসা করেন"হে আল্লাহর রাসুল সা,আমার পিতা মাতা উভয়ে জিবিত আছেন.আমি কাকে বেশি সেবা করবো?"মহানবি (সা:) বলেন."তোমার মাতাকে" তিনি এভাবে একই প্রশ্ন তিনবার মহানবি (স:) জিজ্ঞাসা করেন।তিন বারই রাসুল সা: উত্তরে বলেন'তোমার মাতাকে"চতুর্থ বার জিজ্ঞাসা করলে তিনি বলেন"তোমার পিতাকে"। অতএব আমরা পিতা মাতার সেবা করলে মহান আল্লাহ আমাদের জন্য পুরস্কার রেখেছেন। 

- বিদায় হজ্বে নবীজি ঃ জ্ঞান উঠে যাওয়ার আগেই আমার কাছ থেকে শিখে নাও। চারটি বিষয় বিশেষ করে স্মরণ রাখো। 
১। কখনো শিরক করো না। 
২। অন্যায় ভাবে নর হত্যা করোনা। 
৩। অন্যের সম্পদ আত্নসাৎ করো না। 
৪। কখনো ব্যাভিচারে লিপ্ত হইয়ো না। 

- বিশ্বনবী (সা.) আরো বলেছেন, হে আলী! তিনটি কাজ উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত: যে ব্যক্তি তোমার সাথে সম্পর্কচ্ছেদ করেছে তার সাথে সম্পর্ক গড়বে, যে তোমাকে বঞ্চিত করেছে তাকে তুমি দান করবে আর যে তোমার প্রতি অন্যায় করেছে তাকে তুমি ক্ষমা করবে। 

- তোমরা হিংসা-বিদ্বেষ ত্যাগ করো। কেননা আগুন যেমন জ্বালানি কাঠকে ভস্মীভূত করে দেয়, তেমনি হিংসা-বিদ্বেষ মানুষের সৎ গুণাবলীকে ধ্বংস করে দেয়। 

- যদি কেউ তোমার সঙ্গে ভাল ব্যবহার করে, তবে তুমিও তার সাথে ভাল ব্যবহার করবে। কিন্তু যদি কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে, তবে তুমি উত্তম মুসলমান হতে চাইলে তার সাথে খারাপ ব্যবহার করো না।

- উটের মাংসের কাছে ছুরি যেমন দ্রুত পৌঁছে যায়, তেমনি যে বাড়িতে কোন মেহমানের খাদ্য দান করা হয়, তথায় আল্লাহর রহমত আগমন তার চেয়েও দ্রুত সম্পন্ন হয়।

ডেল কার্নেগী

- জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবেনা।

- ভদ্র আচরন করতে শিক্ষা লাগে, অভদ্র আচরন করতে অজ্ঞতাই যথেষ্ট।

- আত্মসম্মান, আত্মজ্ঞান, আত্ম নিয়ন্ত্রন- এই তিনটিই শুধু মানুষকে সর্বশক্তিমান করে তুলতে পারে। সঠিক জীবন যাপন নির্ভর করে এদের উপরে।

- দক্ষতা অর্জনের পথ হল- ১) অপরের অভিজ্ঞতা মনে রাখুন ২) নিজের উদ্দেশ্য সামনে রাখুন ৩) সাফল্যের জন্য মন কে তৈরি করুন ৪) যতটা সম্ভব অভ্যেস করুন। 

- শুধু আজকের জন্য আমি সুখী হব।- আব্রাহাম লিঙ্কন এতে বোঝা যায় আব্রাহাম লিঙ্কন যা বলেছেন তাই ই ঠিক যে, অধিকাংশ মানুষ ই যতখানি সুখী হতে চায় তাদের মন যা চায় ততটাই তারা হয়। সুখ বাইরের বস্তু নয়- এটা হল অন্তরের। 

- দুশ্চিন্তা দূর করার এক নম্বর উপায় হল- ব্যস্ত থাকুন।

- অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। 

- সবসময় হাসতে হবে। হাসির মাধ্যমে আমরা জীবনের অনেক সমস্যাকেই দূর আকাশে পাঠাতে পারি। 

- আমরা যখন আমাদের কর্তব্যকর্মে অবহেলা দেখাই, কোনো দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করি না, তখনই অকৃতকার্যতা আসে।

- জগতে যা সবচেয়ে খারাপ হতে পারে তা মেনে নাও। তুমি যদি সবচেয়ে বড় হতাশাগ্রস্ত হও তাহলে মেনে নাও মৃত্যু তোমার জন্য সবচেয়ে খারাপ হতে পারে। এখন তুমি তোমার কাজে মনযোগী হও। মনে রেখ শরীরের জন্য জীবন নয় বরং জীবনের জন্য শরীর। তুমি তো কবেই মারা গেছ। তাহলে এখন থেকে যা করবে তা তোমার জন্য বোনাস। তুমি হয়তোবা 'চালস ডিকেন্স' বা শেক্সপিয়ার হতে পারবে না।কিন্তু তুমি তোমার সময়কালের সেরা একজন হতে পার।তুমি ও রচনা করতে পার তোমার সময়কাল নিয়ে আধশতাব্দী।

- নিজের কাজকে ভালোবাসুন। আমাদের কাজের পিছনে যখন অনুভুতি কাজ করে আমরা তখনই সবচেয়ে সেরা হয়ে উঠি।

- নিজের ইচ্ছাকে রোজ কাজে লাগান। যতবার পারেন চেষ্টা করুন। কঠিন কোন কাজের চেষ্টা করুন। যে কাজ করতে আপনার আদৌ কোন ইচ্ছে নেই। 'সুখকে' একবার ফিরিয়ে দিন। সুখকে অন্তত একবারের মত ত্যাগ করুন। এটাই হলো ইচ্ছা সমন্বিত কাজের পথ, নিয়মিত কাজের পথ, সৎ উদ্দেশ্যে প্রনোদিত কাজের পথ।

অনুপ্রেরণা

1.ফোর্ড মোটর এর মালিক হেনরি ফোর্ড ঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারেননি তবুও তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ট গাড়ি কোম্পানির মালিক হতে পেরেছিলেন। 

2. শচীন টেন্ডুলকার দশম শ্রেনীতে পরীক্ষায় ফেল করেছিলেন। 

3. বিল গেটস তার ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করতে পারেন নি। 

4. এ.আর রহমানের বাবা ছোট বেলাতেই মারা গিয়েছিলেন। তবুও তিনি আজ বিশ্বের উল্লেখ যোগ্য সঙ্গীতকার এবং ভারতের শ্রেষ্ট সঙ্গীতকারে পরিণত হয়েছেন।

5. আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন মুচির দোকানে কাজ করতেন।

6. আবুল কালাম (ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি) ছিলেন গরীব ঘরের সন্তান। তাঁর বাবা ছিলেন একজন মাঝি। তবুও তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী হতে পেরেছিলেন। 

7. ২৫ বছর বয়সে ভারতের রজনিকান্ত ছিলেন একজন বাস কন্ডাকটর। 

8. বার্সান ভাই পাটেল নিরমা কোম্পানির মালিক। তিনি অর্ধেক জীবন সাইকেলে করে নিরমা বিক্রি করে কাটিয়ে দেন। আর এখন…….. 

9. নিকোলাস ক্রেজ 'ফেয়ারফ্যাক্স' থিয়েটারে পপকর্ন বিক্রি করতো। 

10. গায়ক বন জোভি প্রথম জীবনে বাড়িঘর সাজানোর ডেকোরেটরের কাজ করতো। 

11. আমার প্রিয় অভিনেতা 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো' খ্যাত জনি ডেপ ছোটোবেলায় রাস্তায় রাস্তায় বল পয়েন্ট কলম বিক্রি করতো! 

12. বলিউড অভিনেতা শাহরুখ খান মুম্বাইতে এসে বেঞ্চে ঘুমাতেন,প্রতিদি ন কাজ খোজার জন্য বের হওয়ার আগে বন্ধুর কাছে ২০ টাকা করে ধার নিতেন। 

13. বিস্ময়কর ফুটবলার "মেসি" একসময় নিজের ফুটবলের ট্রেনিং এর খরচ যোগাতে চা দোকানে কাজ করতেন। 

14. আন্ড্রু কার্নেগী প্রচুর গরীব ঘরের ছেলে ছিলেন। তিনি একটি খামারে কাজ করতেন। পরে তিনি আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হয়েছিলেন। 

15. হলিউড অভিনেতা ব্রাড পিট প্রথম জীবনে 'এল পল্লো লোসো' নামের এক রেস্টুরেন্টে মোরগের ড্রেস পরে হোটেল বয় এর কাজ করতো। 

16. থমাস এলভা এডিসনকে ছোটবেলায় সবাই বোকা, গাধা বলে রাগাত। তিনি পড়াশোনায় ভালো ছিলেন না। তবু তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী হতে পেরেছিলেন।

বিখ্যাত উক্তি

- ‘কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর; মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।—– শেখ ফজলল করিম। 

- ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ দেখিতে চাই না আর’—— জীবনানন্দ দাশ। 

- “মানুষ মরে গেলে পচে যায় ,বেঁচে থাকলে বদলায়…” - রক্তাক্ত প্রান্তর,মুনির চৌধুরী। 

- সাহিত্য জাতির দর্পন স্বরূপ——প্রমথ চৌধুরী। 

- ‘‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।”—— জসীম উদ্দিন।

- ‘চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে?” — কৃষ্ণচন্দ্র মজুমদার।

- “প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।”—–রবীন্দ্রনাথ ঠাকুর। 

- ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’—- সুকান্ত ভট্টাচার্য।

- ‘‘সুরঞ্জনা, ঐখানে যেয়ো না তুমি বোলো নাকো কথা ওই যুবকের সাথে,”—– জীবনানন্দ দাশ।

- এ জগতে , হায় , সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি — রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি । –(দুই বিঘা )রবীন্দ্রনাথ ঠাকুর। 

- ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে’— রঙ্গলাল মুখোপাধ্যায়।

- ‘‘এখন যৌবন যার মিছিলে যাবার সময় তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।”—– হেলাল হাফিজ।

- ‘বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়’—- রবীন্দ্রনাথ ঠাকুর। 

- ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি’ —মাহবুব উল আলম চৌধুরী। 

- ‘‘আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি,”——- রুদ্র মোঃ শহীদুল্লাহ।

- ’কী পাইনি তারই হিসাব মেলাতে মন মোর নহে রাজি’ —রবীন্দ্রনাথ ঠাকুর। 

- ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে।'— কামিনী রায়।

অাইনস্টাইন

- উৎসর্গকৃত জীবনই হচ্ছে স্বার্থক জীবন।

- ধর্মহীন বিজ্ঞান পঙ্গু আর বিজ্ঞানহীন ধর্ম অন্ধ।

- সফল মানুষ হবার চেষ্টা না করে, গুণী মানুষ হবার চেষ্টা কর। 

- ভালোবাসায় পতনের জন্য কোনোভাবেই আমরা মহাকর্ষ-অভিকর্ষকে দায়ী করতে পারি না।

- যারা আমাকে সাহায্য করে নাই,আমি তাদের প্রতি কৃতঙ্গ। কারন তারা সাহায্য না করার কারনে আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। 

- যারা আমাকে সাহায্য করে নাই,আমি তাদের প্রতি কৃতঙ্গ। কারন তারা সাহায্য না করার কারনে আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। 

- স্কুলে যা শেখানো হয়, তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে তা-ই হলো শিক্ষা। 

- এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না, যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। 

- আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প, বিজ্ঞান এবং বন্ধুত্ব।

- যে কেউ ,যে কখনও ভুল করেনা। সে নতুন কিছু করার চেষ্টা করে না। 

- একজন সুন্দর, আকর্ষণীয় রমণীর পাশে ২ ঘণ্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে!! এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় ২ মিনিট হাঁটুন, মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন!

- বোকামি আর প্রতিভার মধ্যে পার্থক্য হল- প্রতিভার সীমা আছে, বোকামির কোন সীমা নেই। 

- আপনি যদি অন্যদের অনুসরন করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন তবে হয়তো একদিন তার জায়গায় পৌঁছাতে পারবেন। কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরী করে চলেন তাহলে হয়তো এমন এক সাফল্যমন্ডিত যায়গায় পৌঁছাবেন যেখানে আজ পর্যন্ত কেউই পৌঁছাতে পারেন নি।