হুমায়ূন আহমেদ
- আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে। যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না।
- জীবনে কখনো কাউকে বিশ্বাস করতে যেও না। কারণ, যাকেই তুমি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে।
- ভালোবাসা একটা পাখি। যখন খাঁচায় থাকে তখন মানুষ তাকে মুক্ত করে দিতে চায়। আর যখন খোলা আকাশে তাকে ডানা ঝাপটাতে দেখে তখন খাঁচায় বন্দী করতে চায় ।
- তুমি একটা খারাপ কাজ করেছো তার মানে তুমি একজন মানুষ, তুমি সেই খারাপ কাজটার জন্য অনুতপ্ত তার মানে তুমি একজন ভাল মানুষ।
- মানুষের মনের ভাব কখনোই মুখে প্রতিফলিত হয় না।মুখের ওপর সর্বদা পর্দা থাকে।শুধু মানুষ যখন হাসে তখন পর্দা দূরীভূত হয়।হাস্যরত একজন মানুষের মুখে তার মনের ছায়া দেখা যায়।
- একজন মানুষকে সত্যিকার ভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা।
- সব ক্ষমতা নিয়ে একজন দূরে বসে আছেন।ভুল বললাম-দূরে না,কাছেই বসে আছেন।খুব বেশি কাছে বলেই তাকে দেখা যায় না।
- হাসি সবসময় যে সুখের প্রকাশ তা নয়, আপনি কতটা দু:খ লুকাতে পারেন তাও বুঝায়।
- সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ সহজে মিথ্যা বলতে পারে না। মিথ্যা সাধারনত বলতে হয় অন্যদিকে তাকিয়ে। যারা চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলতে পারে, তারা সত্যিকার অর্থেই ভয়ংকর।
- প্রকৃতির কাছে কিছু চাইতে নেই, কারণ প্রকৃতি মানুষের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখে না।
- বিপদ যখন আসে একটার পর একটা আসে।বিপদরা পাঁচ ভাই বোন।এদের মধ্যে খুব মিল।এই ভাইবোনরা কখনো একা কারো কাছে যায় না।প্রথম একজন যায় , তারপর অন্য ভাইবোনেরা উপস্থিত হয়।
- তুমি যদি কাউকে হাসাতে পার, সে তোমাকে বিশ্বাস করবে. সে তোমাকে পছন্দও করতে শুরু করবে!
- মিথ্যা কখনো এক লাইনে বলা যায় না। মিথ্যা বলতে হয় আটঘাঁট বেঁধে। সত্যি কথার কোন ডিটেল ওয়ার্কের প্রয়োজন হয় না, কিন্ত মিথ্যা মানেই প্রচুর ডিটেল কাজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন