বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০১৪

মার্ক টোয়েন

একটা টেলিগ্রাফ আবিষ্কারের পিছনে হাজারো মানুষের অবদান থাকে; একটা স্টিম ইঞ্জিন, একটা ফোনোগ্রাফ, একটা ফোটোগ্রাফ, একটা টেলিফোন বা অন্য যে কোন গুরুত্বপূর্ণ আবিষ্কারের পিছনেও তাই থাকে — কিন্তু শেষ লোকটাই কৃতিত্ব পায় আর আমরা বাকিদের কথা ভুলে যাই।

- আমি একবার আমার ১২ জন বন্ধুকে এই টেলিগ্রামটা পাঠিয়েছিলাম — সব ফাঁস হয়ে গেছে -তাড়াতাড়ি পালাও! তাদের সবাই শহর ছেড়ে ভেগে গিয়েছিল সাথেসাথে।

- আপনাকে আঘাত করতে হলে, আপনার শত্রু আর আপনার বন্ধু – দুজনেরই সম্মিলিত উদ্যোগ লাগেঃ একজন আড়ালে আপনার নিন্দা করবে আর আরেকজন সেই খবরটা আপনার কাছে বহন করে আনবে।

- একটা ক্লাসিক হচ্ছে সেই বইটা যা সবাই নিজের পড়া বলে আশা করে, কিন্তু কেউই পড়তে চায় না।

- ১লা এপ্রিল সেই দিবস যেদিন বছরের অন্য ৩৬৪ দিন আমরা আসলে কি – সেইটা উদযাপন করি।

- সবসময় সঠিক কাজটি করুন। এটা কিছু লোককে খুশি করবে, আর বাকিদেরকে করবে অবাক।

- সাহস হচ্ছে ভয়কে প্রতিরোধ করা, ভয়কে জয় করা, ভয়শুন্যতা নয়।

- স্বাস্থ্য ঠিক রাখার একমাত্র পথ হচ্ছে আপনি যা খেতে চান না তা খেতে হবে… এবং যা করতে চান না তা করতে হবে।

- রাজনীতিবিদরা ডায়াপারের মত। এদেরকে নিয়মিত বদলাতে হয়। একই কারনে।

- সত্যবাদিতা স্মৃতিশক্তির উপর চাপ কমায়।

কোন মন্তব্য নেই: