বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০১৫

মেয়েরা যে ৯ টি প্রশ্ন শুধুই ছেলেদের ফাঁদে ফেলার জন্য করে থাকেন

মেয়েরা যে ৯ টি প্রশ্ন শুধুই
ছেলেদের ফাঁদে ফেলার জন্য
করে থাকেন

) মেয়েরা মাঝে মাঝে নিরীহ গলায়
বেশ মারাত্মক কিছু প্রশ্ন করে থাকেন
যার উত্তর দেয়া আর নিজের
পায়ে কুড়োল মারা ছেলেদের জন্য সমান
কথা। কারণ এই
প্রশ্নগুলো মেয়েরা ইচ্ছে করে ছেলেদের
ফাঁদে ফেলে কথা শোনানোর জন্য
করে থাকেন। যদিও সকলেই একইরকম নয়
এবং সবাই সব প্রশ্ন করেন এমনটিও নয়।
তারপরও নিচের এই ৯ টি প্রশ্ন
ঘুরিয়ে ফিরিয়ে কম বেশি সব মেয়েরাই
তার ভালোবাসার
মানুষটিকে করে থাকেন এবং সত্যিকার
অর্থেই তাদের ফাঁদে ফেলেন। কারণ
প্রশ্নের উত্তর দেয়াও বিপদ না দেয়াও
বিপদ।
১) তুমি কি আমাকে পছন্দ করো?
যদিও তিনি জানেন আপনি তাকে পছন্দ
করেন, তারপরও নিরীহ গলায় প্রশ্ন
করবেন। এখন যদি আপনি বলেন
হ্যাঁ তাহলে শুরু হবে নতুন প্রশ্ন। আর
না হলে তো যোগাযোগই বন্ধ।
২) তুমি আমাকে কেনো পছন্দ করো?
পছন্দ করেন কি না তা জানার পর
যে নতুন প্রশ্নের সম্মুখীন
হতে হবে আপনার তা হচ্ছে কেনো পছন্দ
করেন। যদি কোনো কিছু সুন্দর বলেন
তবে মেয়েটি বলবেন, ‘শুধু বাহ্যিক
সৌন্দর্যই দেখলে’, আর যদি বলেন
তুমি অনেক ভালো, তাহলেও গাল
ফুলিয়ে বলবেন, ‘আমি কি সুন্দরী নই?’।
সুতরাং যাই বলবেন বিপদ আপনার।
৩) তুমি কি কিছু চিন্তা করেছ?
যদি কোনো ব্যাপারে কথা বলার
বা সিদ্ধান্ত নেয়ার
থেকে থাকে বা আপনি যদি কিছু
চিন্তা করেও থাকেন তাও এই প্রশ্নের
উওর আপনার জন্য ডেকে আনবে বিপদ।
কেনো জানেন? আপনি যদি বলেন
হ্যাঁ করেছি, তখন তার
বিপরীতে আপনাকে শুনতে হবে ‘এতো চিন্
তার কি আছে’। আর যদি বলেন না,
করিনি তাহলে আপনি শুনবেন ‘আমার
ব্যাপারে তুমি কোনো চিন্তাই করো না’।
৪) তুমি কি আমার বান্ধবীদের পছন্দ
করো?
খুব ভয়ানক একটি প্রশ্ন। যদি আপনি বলেন
হ্যাঁ করি, তাহলে গাল ফুলিয়ে বলবেন ‘ও!
তাই, আমাকে এখন পছন্দ নয়’। আর
যদি না বলেন তাহলে ঝগড়ার জন্য প্রস্তুত
থাকুন, কারণ তখন তিনি বলবেন, ‘আমার
বান্ধবীরা কি খারাপ?’।
৫) আমাকে কি মোটা দেখাচ্ছে?
যতোটা সম্ভব এই প্রশ্নের উত্তর
দেয়া এড়িয়ে চলুন। কারণ
হ্যাঁ বললে পস্তাবেন আপনি। আবার
না বললে একগাদা কথা শুনতে হবে কারণ
তার কাছে তাকে মোটা মনে হচ্ছে।
আবার হেসে উড়িয়ে দেয়াটাও বিপদ,
কারণ তিনি মুখ ভার করে বলবেন
‘আমাকে তুমি দেখোই না’।
৬)
তুমি কি আগে আমাকে বেশি ভালোবাসত
ে নাকি এখন বাসো?
মারাত্মক একটি প্রশ্ন। খুব
বুদ্ধি খাটিয়ে এবং পারলে নিজেও একটু
ঘুরিয়ে উল্টো প্রশ্ন করে বসুন। নতুবা এই
প্রশ্নের উত্তর আপনাদের সম্পর্কের
বর্তমান অবস্থার বারোটা বাজাবে।
৭) তুমি কি কিছু ভুলে যাচ্ছ?
আরেকটি ভয়াবহ প্রশ্ন। মেয়েটির
সাথে দেখা হওয়ার পর থেকে আজ
পর্যন্ত যা ঘটেছে সব কিছু
খুঁটিয়ে মনে করার সময় চলে এসেছে।
কারণ যদি আসলেই কিছু
ভুলে গিয়ে থাকেন তাহলে রক্ষা নেই।
৮) আমাকে কি একটু অন্যরকম দেখাচ্ছে?
প্রশ্নের উত্তর দেবার চেষ্টাই করবেন না।
হেসে বলুন ‘আমার কাছে তুমি সব সময়েই
অন্যরকম অসাধারণ’। কারণ যদি উত্তর ভুল
হয় তাহলে কপালে দুঃখ আছে, আর
যদি উত্তর দিতে না পারেন তবে শুনবেন
‘আমার দিকে আজক পর্যন্ত
ভালো করে তাকিয়েছ কখনো?’।
৯) আমি কি বলি তা কি তোমার মনেই
থাকে না?
যদি বলেন
মনে আছে তাহলে গোঁ ধরে বসে যাবেন
কি কি মনে আছে তা শোনার জন্য। আর
যদি বলেন মনে নেই তাহলে যুদ্ধ শুরু।
সুতরাং পড়ে গিয়েছেন ফাঁদে।
collected

জনপ্রিয় ওয়েবসাইট এবং আবিস্কারের সময়।

জনপ্রিয় ওয়েবসাইট
এবং আবিস্কারের সময়।
______________________________
1) * Google : আবিস্কার হয় Sept 4, 1998.
2) * Facebook : আবিস্কার হয় Feb 4,2004.
3) * YouTube : আবিস্কার হয় Feb 14,
2005.
4) * Yahoo! : আবিস্কার হয় March 1994.
5) * Baidu : আবিস্কার হয় Jan 1, 2000.
6) * Wikipedia : আবিস্কার হয় Jan 15,
2001.
7) * Windows Live : আবিস্কার হয় Nov
1,2005.
8) * Amazon : আবিস্কার হয় 1994.
9) * Tencent QQ : আবিস্কার হয়
February1999.
10) * Twitter : আবিস্কার হয় March 21,2006.
collected bY:- Sharfuddin

শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০১৪

বাংলা MCQ

বাংলা MCQ

সবগুলো প্রশ্নের উত্তর একেবারে নিচে দেয়া হয়েছে। 

১. বিশ্বের সর্বোচ্চ ভবন কোনটি?
ক) পিনাক্লিয়েট ডাক্সন খ) বুর্জ খলিফা গ) সিয়ার্স টাওয়ার ঘ) ব্যাংক অব আমেরিকা টাওয়ার

২. ২০১০ সালের ব্যর্থ রাষ্ট্রের তালিকায় শীর্ষস্থানে কোন দেশ?
ক) সোমালিয়া খ) পাকিস্তান গ) আফগানিস্তান ঘ) মিয়ানমার

৩. বাংলাদেশের জনসংখ্যা প্রতিবছর কত লাখ করে বৃদ্ধি পাচ্ছে?
ক) ২০ লাখ খ) ২৫ লাখ গ) ১৫ লাখ ঘ) ৩৫ লাখ

৪. মালয়েশিয়ার জাতীয় আয়ের কত শতাংশ রাবার থেকে আসে?
ক) ৪০% খ) ৮৫% গ) ৭৫% ঘ) ৬৫%

৫. ‘জিরো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?
ক) লন্ডনে খ) নিউইয়র্কে গ) টরন্টোতে ঘ) মুম্বাইয়ে

৬. ‘ল্যারি কিং’ কে?
ক) একজন ফুটবলার খ) একজন সাংবাদিকগ) একজন বেসবল খেলোয়াড় ঘ) একজন অভিনেতা

৭. বাংলাদেশে প্রতি ১১ সেকেন্ডে কতজন নবজাতকের জন্ম হচ্ছে?
ক) ১ জন খ) ২ জন গ) ১১ জন ঘ) ২১ জন

৮. বাংলাদেশে কত শতাংশ মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করে?
ক) ৪০% খ) ৩৫% গ) ৪৮% ঘ) ৫৪%

৯. বাংলাদেশে বর্তমানে মাথাপিছু জমির পরিমাণ কত ডেসিমেল?
ক) ২৫ খ) ১৪ গ) ২১ ঘ) ২৭

১০. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
ক) মহেশখালী খ) হাতিয়া গ) সন্দ্বীপ ঘ) সেন্ট মার্টিন

১১. বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি?
ক) দিনাজপুর খ) রংপুর গ) পঞ্চগড় ঘ) কুড়িগ্রাম

১২. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?
ক) ২১ ফেব্রুয়ারি খ) ১৪ ডিসেম্বর গ) ৭ মার্চ ঘ) ১৬ ডিসেম্বর

১৩. গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন?
ক) শেরশাহ খ) সম্রাট আকবর গ) সম্রাট বাবর ঘ) ঈশা খাঁ

১৪. সুন্দরবন আসলে কোন ধরনের বন?
ক) রেইন ফরেস্ট খ) ম্যানগ্রোভ গ) পত্রহরিৎ ঘ) কনিয়ার

১৫. পাটের জিনোম কার নেতৃত্বে আবিষ্কৃত হয়েছে?
ক) মাকসুদুল আলম খ) স্টিফেন হকিং গ) গ্রেগর জোহান মেন্ডেল ঘ) আবেদ চৌধুরী

১৬. বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
ক) সালফার খ) কার্বন গ) মিথেন ঘ) নিয়ন

১৭. কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত? 
ক) সুপ্রিম কোর্ট খ) জজকোর্ট গ) হাইকোর্ট ঘ) আপিল কোর্ট

১৮. MICR কী?
ক) মাইক্রো ইন্ডাস্ট্রি কোম্পানি রিফর্ম খ) ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টর রিকগনিশন গ) মাক্রো ইনডিপেনডেন্ট কোম্পানি ঘ) কোনোটি নয়

১৯. শালবন বিহার কোথায়?
ক) কুষ্টিয়ায় খ) কুমিল্লায় গ) কুড়িগ্রামে ঘ) সাভারে

২০. ‘ধূমকেতু’ পত্রিকাটি কে সম্পাদনা করেছেন?
ক) তফাজ্জল হোসেন মানিক মিয়া খ) সিকানদার আবু জাফর গ) প্রমথ চৌধুরী ঘ) কাজী নজরুল ইসলাম।

সঠিক উত্তর: ১. খ ২. ক ৩. ক ৪. ক ৫. খ ৬. খ ৭. ক ৮. ক ৯. খ ১০. ঘ ১১. গ ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. খ ২০. ঘ।

s ১. ওজোন স্তরের ফাটলের জন্য কোন গ্যাস দায়ী? 
ক. ক্লোরোফ্লোরো কার্বন খ. কার্বন ডাইঅক্সাইড গ. অক্সিজেন ঘ. মিথেন

২. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? 
ক. টিএসপি খ. ইউরিয়া গ. পটাশ ঘ. সবুজ সার

৩. কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
ক. ০° সেন্টিগ্রেড খ. ১০° সেন্টিগ্রেড গ. ৪° সেন্টিগ্রেড ঘ. ১০০° সেন্টিগ্রেড

৪. ‘ল্যাপটপ’ কী? 
ক. বহনযোগ্য ছোট কম্পিউটার খ. এভারেস্টে ওঠার সামগ্রী গ. এক ধরনের ব্যায়াম ঘ. বাদ্যযন্ত্র

৫. কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়? 
ক. ইউরেনিয়াম খ. প্লুটোনিয়াম গ. লৌহ ঘ. নেপচুনিয়াম

৬. ‘টলেমি’ কী ছিলেন? 
ক. দার্শনিক খ. সেনাপতি গ. সম্রাট ঘ. জ্যোতির্বিদ

৭. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? 
ক) প্রতিফলন খ) প্রতিধ্বনি গ. প্রতিসরণ ঘ. প্রতিসরাঙ্ক

৮. কাজ করার সামর্থ্যকে কী বলে? 
ক) ক্ষমতা খ. কার্য ক্ষমতা গ. বল ঘ. শক্তি

৯. সংকর ধাতু পিতলের উপদান কী? 
ক) তামা+টিন খ. তামা+দস্তা গ. তামা+নিকেল ঘ. তামা+লৌহ

১০. শৈবাল কোন জাতীয় উদ্ভিদ? 
ক. স্বভোজী গ. পরভোজী গ. পরাশ্রয়ী ঘ. মৃতজীবী

১১. কাচ তৈরির প্রধান কাঁচামাল কী? 
ক. জিপসাম খ. সিলিকা গ. চুনাপাথর ঘ. পাথর

১২. কোথায় সাঁতার কাটা সহজ? 
ক. পুকুরে খ. খরস্রোতা নদীতে গ. সাগরে ঘ. হ্রদে

১৩. ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় কী? 
ক) নাইট্রোজেন খ. কার্বন গ. সালফার ঘ. অক্সিজেন

১৪. পানির গভীরতা মাপার একক কী? 
ক. বেল খ. ফ্যাদম গ. নটিক্যাল ঘ. ক্যারেট

১৫. শব্দের তীক্ষ্নতা মাপা হয় কী দিয়ে? 
ক. ক্যালরি খ. জুল গ. ডেসিবল ঘ. অ্যাম্পিয়ার

১৬. কম্পিউটারের জনক কে? 
ক. অ্যাবাকাস খ. আইনস্টাইন গ. স্টিফেন হকিং ঘ. চার্লস ব্যাবেজ

১৭. নিউট্রন কে আবিষ্কার করেন? 
ক. চ্যাডউইক খ. নিউটন গ. রাদারফোর্ড ঘ. রন্টজেন

১৮. উড পেনসিলের শিস কিসের তৈরি? 
ক) সালফার খ. কার্বন গ. গ্রাফাইট ঘ. কপার

১৯. সবচেয়ে শক্ত ধাতু কোনটি? 
ক. ইস্পাত খ. হীরক গ. গ্রানাইট ঘ. পিতল

২০. মিউকর কী? 
ক. একটি ছত্রাক খ. একটি শৈবাল গ. একটি ফার্ন ঘ. একটি ব্যাকটেরিয়া।

সঠিক উত্তর: 

১. ক, ২. খ, ৩. গ, ৪. ক, ৫. গ, ৬. ক, ৭. খ, ৮. ঘ, ৯. খ, ১০. ক, ১১. খ, ১২. গ, ১৩. ক, ১৪. খ, ১৫. গ, ১৬. ঘ, ১৭. ক, ১৮. গ, ১৯. খ, ২০. ক।

###সংগৃহীত & copied from many app and website

জ্ঞানের পর্ব ৫-৮

জ্ঞানের পঞ্চম পর্ব

► বিশ্বের শতকরা ২৫ ভাগ ফার্মাসিটিক্যাল ঔষধের গাছ আসে এই আমাজন অরন্য থেকে।।

► আমাজনকে “পৃথিবীর ফুসফুস” বলা হয়।। কেনো বলা হয় জানেন?? কারন, এটি পৃথিবীতে মোট উৎপাদিত অক্সিজেনের ২০% একাই সরবরাহ করে।।

► গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা-আমি-জাতি।

► সর্বাধিক সীমানা-বেষ্টিত দেশ দুটি হচ্ছে চীন ও রাশিয়া (উভয় দেশ ১৪টি দেশ কর্তৃক সীমানা-বেষ্টিত)।

► বিশ্বের উচ্চতম দ্বীপ : নিউগিনি (সমুদ্র সমতল থেকে যার উচ্চতা ৫০৩০ মিটার বা ১৬৫০০ ফুট)।

► আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্খের নাম – কিলিমাঞ্জারো।

► ঢাকার প্রাচীনতম মসজিদ হল – বিনত বিবির মসজিদ।

► এশিয়ার বৃহত্তম অরন্য – তৈগা।

► এশিয়ার বৃহত্তম দ্বীপ – বোর্নিও।

► মহামুনি বৌদ্ধবিহার অবস্থিত – রাউজান (চট্রগ্রাম)।

► রকস মিউজিয়াম অবস্থিত – পঞ্চগড়ে।

► ওয়াটার লু অবস্থিত – বেলজিয়ামে।

► সড়ক দুর্ঘটনায় বিশ্বে শীর্ষ দেশ কোনটি? – নেপাল (২য় বাংলাদেশ)।
► দেশের প্রথম কমিউনিটি রেডিও চালু হয় কবে কোথায়্? – ৬ অক্টোবর ২০১১, রাজশাহীতে।
► বাংলাদেশে প্রথম ভিক্ষুক জরিপ চালানো হয় কবে? – ৩০ সেপ্টেম্বর ২০১১।
► দেশীয় ব্রান্ডের ল্যাপটপ দোয়েল বাজারে আসে কবে এবং এর প্রস্তুতকারক কে? – ১১ অক্টোবর ২০১১, টেলিফোন শিল্প সংস্থা।
► লিবিয়ায় ন্যাটো বাহিনী কবে অভিযান শুরু করে? অভিযানের নাম কি ছিল? – ১৯ মার্চ ২০১১, অপারেশন অডিসি ডন।

► ঢাকায় প্রথম বৈদ্যুতিক বাতি জলে – ৭ ডিসেম্বর ১৯০১ সালে আহসান মঞ্জিলে।

► এলিট বাহিনী র‍্যাব আনুষ্ঠানিক যাত্রা শুরু করে – ২৬ মার্চ ২০০৪।

► বাংলাদেশ বর্ডার গার্ডের সর্বপ্রথম দেয়া নাম – রামগড় লোকাল ব্যাটালিয়ন।

► বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা – ১২ নটিক্যাল মাইল।

► দেশে প্রথম ‘রেডিক্যাশ কার্ড’ চালু করে – জনতা ব্যাংক।

► বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর – এ এন এম হামিদুল্লাহ।

► UNESCO সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষনা করেছে – ৬ ডিসেম্বর ১৯৯৭।

► একটি জিরাফের বাচ্চা জন্মানোর সময় প্রায় ৫ ফিট উপর থেকে মাটিতে পড়ে, কিন্তু অধিকাংশ সময়ই এরা ব্যাথা পায় না বা আহত হয় না!!

► বাদুড়ের পায়ের হাড্ডি এতটাই নরম যে, এরা হাঁটতে পারে না!!

► ব্রেইন মানুষের দেহের মোট আয়তনের মাত্র ২% হলেও দেহে উৎপন্ন মোট শক্তির ২০ ভাগেরও বেশী খরচ করে সে একাই!! আশ্চর্য না?

► সমুদ্র সমতল থেকে হিসেব করলে পৃথিবীর দ্বিতীয় সবোর্চ্চ শৃঙ্গ পাকিস্তান ও চীন সীমান্তের কে-টু পাহাড়। এর উচ্চতা ২৮ হাজার ২৫১ ফুট (৮ হাজার ৬১১ মিটার)।

►মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে
▬► মেলানিন।

►১৫ মে ২০১০ জাতিসংঘের সদর দপ্তরে কোন চলচ্চিত্রটি প্রদর্শিত হয়?
▬► ‘থ্রি ইডিয়টস’।

►২০১০ সালে কোথায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য উন্মোচন করা হয়?
▬► সাংহাই, চীনে।

►স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয়?
… ▬► নাইট্রিক এসিড।

►কোন আরব দেশ সর্ব প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
▬► ইরাক।

►অং সান সুচি দেড় দশকের গৃহবন্দী থেকে মুক্তি পান কবে?
▬► ১৩ নভেম্বর ২০১০।

► প্রাচীন মিসরে তরুণীরা দিনের শুরুতে মাথায় জমাট বাঁধা পশুর চর্বি দিয়ে রাখত। পরে সূর্যের তাপে গলে চুলে মিশে যেত এই চর্বি। ওটাই ছিল তাদের চুলের কন্ডিশনার।

► ১৮৭০ সালে মার্কিন সেনারা মাথায় বিশেষ ধরনের টিনের টুপি পরত। এর ওপর লাগানো থাকত প্রদীপ। টুপির ভেতরেই থাকত তেল। রাতের আঁধারে পথ চলতেই এ ব্যবস্থা।

► ১৯৪২ সালে মার্কিন ক্যাপ্টেন সিরিল জোনস বিমান থেকে লাফিয়ে নেমেছিলেন সুমাত্রা জঙ্গলে। তবে মাটি ছোঁয়া…র আগেই গাছের ডগায় তাঁর প্যারাসুট আটকে যায়। শত্রুদের হাতে ধরা পড়ার আগে ঝাড়া ১২ দিন শূন্যে ঝুলে ছিলেন তিনি। আর এ সময়ে তাঁকে খাবার দিয়ে বাঁচিয়ে রেখেছিল একটি বানর!

► শুধু লন্ডনে গ্রাফিতি তথা দেয়ালচিত্র পরিষ্কার করতে সরকারকে বছরে খরচ করতে হয় প্রায় এক হাজার কোটি টাকা!
১৯৯৫ সালের চেয়ে এখন গ্রাফিতি চর্চা বেড়েছে পাঁচ গুণ।

r

জ্ঞানের ষষ্ঠ পর্ব

ইউরেনিয়াম উৎপাদনে শীর্ষদেশ কোনটি – কাজাখস্তান (২য় কানাডা)

গ্যাজপ্রম(Gazprom) কোন দেশ ভিত্তিক তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি – রাশিয়া 

মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ দূত কে – স্টিফেন জে র‍্যাপ

“ইকো ওয়েষ্ট” কোয়ালিশন কি বিষয়ক সংগঠন – পরিবেশ

অ্যানিমা ন্যাচারালিস (Anima Naturalis) কি সংশ্লিষ্ট সংস্থা বা সংগঠন –প্রানী অধিকার রক্ষা বিষয়ক(প্রতিষ্ঠা ২০০৩ সাল)

আন্তর্জাতিক নির্গমন বানিজ্য সংস্থা (IETA) এর সদর দফতর কোথায় – জেনেভা,সুইজারল্যান্ড (প্রতিষ্ঠা১৯৯৯)

২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের থিম সং কি – দে ঘুমা কে

নেপালের জাতিসংঘ মিশন (United Nations Mission in Nepal – UNMIN) সমাপ্ত হয় কখন – ১৫ জানুয়ারী ২০১১ ( UNMIN প্রতিষ্ঠা পায় ২৩ জানুয়ারী ২০০৭)

ইন্টারন্যাশানাল সি বেড ( seabed) অথরিটি(ISA) এর বর্তমান সদস্য দেশ কত – ১৬১

পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান (রাডার ফাকি দিতে সক্ষম) তৈরিকারক দেশ কতটি – ৩টি (যুক্তরাষ্ট্র এফ -২২, রাশিয়া – টি-৫০, চীন –জে-২০)

২০১২ সালে ১৬ তম ন্যাম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় – ইস্পাহান,ইরান

ব্লগ (Blog) কি – অনলাইন জার্নাল বা ওয়েবসাইট

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম কি – কিংদাও হাইওয়ান সেতু, চীন (৪২ ৫৮ কিমি ২৬ ৪ মাইল)

দ্বিতীয় ব্যক্তি হিসেবে কার কন্ঠে স্বরযন্ত্র (larynx transplant) স্থাপন করা হয় –ব্রেন্ডা জেনসেন (যুক্তরাষ্ট্র) প্রথম ব্যক্তি – টিমোথি হেইডলার

বিশ্ব জলাতঙ্ক দিবস কবে – ২৮ সেপ্টেম্বর

ফাইলেরিয়া (গোদরোগ) –এর জীবানু বাহক কোনটি – কিউলেক্স মশা

বাংলাদেশে ইন্টারনেট সেবা প্রদানকারী সংগঠনের নাম কি – ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ

বাংলাদেশে কতটি ব্যাংক ইসলামী ব্যাঙ্কিং পরিচালনা করছে – ১৭ টি

২৭ ডিসেম্বর ২০১০ পর্যন্ত বাংলাদেশ ব্যাঙ্কের তথ্য মতে বৈদেশিক রিজার্ভের পরিমান কত – ১১ বিলিয়ন মার্কিন ডলার

২০১১ সালের বিশ্ব অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত – ১৩০ তম

দেশের ৬ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কোনটি – ২০১১ – ২০১৫ সাল

বাংলাদেশের তৈরী পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি – যুক্তরাষ্ট্র, ২য় জাপান

বর্তমানে মাতৃত্বকালীন ছুটি কত মাস – ৬ মাস ( ৯ জানুয়ারী ২০১১ থেকে কার্যকর )

১৫ ডিসেম্বর ২০১০ কোন স্থান কে দেশের ৩১২তম পৌরসভা ঘোষনা করা হয় – কুয়াকাটা,পটুয়াখালী

জাতীয় বৃক্ষ “আম” কবে থেকে কার্যকর হয় – ১৪ ডিসেম্বর ২০১০

এইচ আইফেল টাওয়ার কোথায় অবস্থিত – হারপারহে,ম্যানচেস্টার (ব্রিটেন)

MNP – Mobile Number Portability

MLM – Multi-level Marketing

EFT –Electronic Funds Transfer

LPG – Liquefied Petroleum Gas

মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র “মেহেরজান” এর পরিচালক কে – রুবাইয়াত হোসেন

UN Women –এর সদর দফতর কোথায় – নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদর দফতর কোথায় – পিলখানা, ঢাকা

দাপ্তরিকভাবে বিডিআর –এর নাম বিজিবি লেখা হয় –কবে থেকে – ২৩ জানুয়ারী,২০১১

জুঁই (জেসমিন ) বিপ্লব কোথায় সংগঠিত হয় – তিউনিসিয়ায় (২০১১)

শ্বেত বিপ্লব সংগঠিত হয় – ইরানে (১৯৬৩)

ভেলভেট বিপ্লব সংগঠিত হয় –চেকোস্লাভাকিয়া (১৯৮৯)

গোলাপি বিপ্লব সংগঠিত হয় – জর্জিয়া (২০০৩)

কমলা বিপ্লব সংগঠিত হয় – ইউক্রেন (২০০৪)

টিউলিপ বিপ্লব সংগঠিত হয় – কিরগিজস্তান (২০০৫)

সিডার বিপ্লব সংগঠিত হয় –লেবানন(২০০৫)

নীল বিপ্লব সংগঠিত হয় – কুয়েত (২০০৫)

পারপেল বিপ্লব সংগঠিত হয় – ইরাক (২০০৫)

মোবাইল ফোনের জনক কে – মার্টিন কুপার

কম্পিউটার মাউসের জনক কে – ডগলাস এঞ্জেলবার্ট

আধুনিক ল্যাপটপের জনক কে – বিল মোগারিজ

বিশ্বের প্রথম ল্যাপটপের নাম কি – অসবর্ন-১

সার্চ ইঞ্জিনের জনক কে – এলান এমটাজ

বর্তমানে জনপ্রিয় সার্চ ইঞ্জিন (Search Engine) কি কি? – ইয়াহু(Yahoo), গুগল(google.com), আস্ক ডটকম(ask.com), বিং, বাইডু(Baidu),

r

জ্ঞানের সপ্তম পর্ব

প্রশ্ন : বাংলাদেশের টেস্ট ইতিহাসে অভিষেক ইনিংসে ১০ নম্বরে ব্যাট করতে নেমে সবচেয়ে বেশি বাউন্ডারী মারেন কে?
উ : আবুল হাসান রাজু (১৪টি), বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ২০১২।
প্রশ্ন : বাংলাদেশ ক্রিকেট দলের অভিষেক টেস্ট খেলার একযুগ পূর্তি হয় কত তারিখে?
উ : ১০ নভেম্বর ২০১২।

প্রশ্ন : অভিষেক টেস্ট সেরা বলিং করেন কোন বাংলাদেশী?
উ : সোহাগ গাজী।
প্রশ্ন : ওয়েস্ট ইন্ডিজ দলের বর্তমান অধিনায়ক কে?
উ : ড্যারেন স্যামি।
প্রশ্ন : বাংলাদেশ দলের বর্তমান অধিনায়কের নাম কি?
উ : মুশফিকুর রহিম।
প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃৃদ্ধির হার কত?
উ : ১.৩%।
প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উ : অষ্টম।
প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব জনসসংখ্যা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?
উ : ১৫.২৪ কোটি।
প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব আর্থিক উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত? 
উ : ৫৭তম।
প্রশ্ন : ৮ নভেম্বর ২০১২ ইন্টারপোলের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উ : মিরিল্লি বাল্লেসট্রাজিছ (ফ্রান্স)।
প্রশ্ন : ২০১২ সালের ২২ নভেম্বর ডি-৮ (উ-৪)-এর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উ : ইসলামাবাদ, পাকিস্তান।
প্রশ্ন : ওয়াল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডঈঙ)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
উ : ১৭৯টি (সর্বশেষ সোমালিয়া, ৪ অক্টোবর ২০১২)।
প্রশ্ন : ক্রোম বুক কি?
উ : গুগলের ক্রোম অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপ।
প্রশ্ন : বাংলাদেশে গুগলের আনুষ্ঠানিক কার্যক্রম  শুরু হয় কত তারিখে?
উ : ৫ নভেম্বর ২০১২।
প্রশ্ন : বিশ্বের প্রথম ঠবৎঃরপধষ ঞধশব ঙভভ ধহফ খধহফরহম (ঠঞঙখ) ড্রোন তৈরি করেছে কোন দেশ?
উ : ইরান।
প্রশ্ন : বিশ্বের কোন দেশে প্রথম ফোর জি (৪এ) প্রযুক্তি চালু হয়?
উ : দক্ষিণ কোরিয়ায় (২০০৬ সালে)
প্রশ্ন : পরমাণু মডেলের (অঃড়সরপ ংঃৎঁপঃঁৎব) জনক কে? 
উ : নিলস বোর (ডেনমার্ক)।
প্রশ্ন : বিশ্বের কতটি দেশে গুগল কার্যালয় পরিচালনা করছে?
উ : ৪৯টি দেশে।
প্রশ্ন : ১৩ নভেম্বর ২০১২ গুগল কোন মোবাইল সেট ও ট্যাবলেট কম্পিউটার বাজারে ছেড়েছে?
উ : নেক্সাস ৪ (ঘবীঁং-৪) এবং নেক্সাস ১০ ট্যাবলেট কম্পিউটার।
প্রশ্ন : ভাসমান হাসপাতাল রংধনুর উদ্বোধন করা হয় কবে? 
উ : ১৪ নভেম্বর ২০১২।
প্রশ্ন : প্রয়াত ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের  মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য কবে তার দেহাবশেষ উত্তোলন করা হয়?
উ : ২৭ নভেম্বর ২০১২।
প্রশ্ন : নারী হিসেবে মহাকাশে সবচেয়ে বেশি সময় হাঁটার রেকর্ড করেন কে?
উ : ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোচারী সুনিতা উইলিয়ামস।
প্রশ্ন : জাতিসংঘের আহ্বানে সারাবিশ্বে মালালা দিবস পালিত হয় কত তারিখে?
উ : ১০ নভেম্বর ২০১২।
প্রশ্ন : বাংলাদেশ এশিয়া-ইউরোপ মিটিংয়ের (আসেস) পূর্ণ সদস্য পদ লাভ করে কত তারিখে?
উ : ৫ নভেম্বর ২০১২।
প্রশ্ন : বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
উ : ৭০টি।
প্রশ্ন : বাংলাদেশের প্রাক প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত?
উ : ৩-৫ বছর।
প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশন ২৪ ঘণ্টা সম্প্রচার শুরু করে কবে?
উ : ৫ নভেম্বর ২০১২।
প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কে এবং কত তারিখে নিয়োগ প্রাপ্ত হন?
উ : ড. হাসান জামান; ৫ নভেম্বর ২০১২।
প্রশ্ন : বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (ইঙঅ) বর্তমান সভাপতির নাম কি?
উ : সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া।
প্রশ্ন : বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (ইঙঅ) বর্তমান মহাসচিবের নাম কি?
উ : সৈয়দ শাহেদ রেজা।
প্রশ্ন : বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর নাম কি?
উ: বালুয়ার্ত (মেক্সিকো)।
প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব রিপোর্ট অনুযায়ী বর্তমান বিশ্বের মোট জনসংখ্যা কত?
উ : ৭০৫ কোটি ২১ লাখ।
প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উ : ১.১% (২০১২-১৫)।
প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
উ : চীন।
প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?
উ : ট্যুভালু।
প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি?
উ : ইন্দোনেশিয়া।
প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশ কোনটি?
উ : মালদ্বীপ।
প্রশ্ন : ফিলিস্তিন কত তারিখে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের স্বীকৃতি পায়?
উ : ২ নভেম্বর ২০১২।
প্রশ্ন : মেক্সিকোর নতুন প্রেসিডেন্টের  নাম কি?
উ : এনরিক পিনা নিয়েতো।
 ..................................................................

✦বিশ্বের দীর্ঘতম নদী- নীলনদ (৬৮২৫ কি.মি.), আফ্রিকা।

•বিশ্বের বৃহত্তম নদী- আমাজান, দ. আমেরিকা। (সবচেয়েবেশি পানি প্রবাহিত হয়)।

•ক্ষুদ্রতম নদী- ডি রিভার (৪৪০ ফুট),যুক্তরাষ্ট ­ ্র।

•আন্তর্জাতিক নদী বলা হয়- দানিয়ুব নদীকে (ইউরোপের ১০টি দেশকে অতিক্রম করেছে এটি)।

•দ. এশিয়ার প্রধান ৩টি নদী- সিন্ধু (পাকিস্তান), গঙ্গা (ভারত) ও বহ্মপুত্র (বাংলাদেশ ও ভারত)।

✦বিশ্বের বৃহত্তম হ্রদের নাম- কাস্পিয়ান সাগর (রাশিয়া, আজারবাইজান, কাজাখস্তান, তুর্কেমেনিস্তান ­ ­, ইরান)।

•গভীরতম হ্রদ- বৈকাল (রাশিয়া)।

✦বিশ্বের বৃহত্তম দ্বীপ 'গ্রিনল্যান্ড' এর মালিক- ডেনমার্ক। বিশ্বের ২য় বহত্তম ও ৩য় বৃহত্তম দ্বীপ যথাক্রমে- নিউ গিনি (অস্ট্রেলিয়া)এব ­ ­ং বোর্ণিও (ইন্দোনেশিয়া, ব্রুনেই, মালয়েশিয়া)

✦পৃথিবীর উচ্চতম জলপ্রপাত-Angel Falls (৩২১২ ফুট),ভেনিজুয়েলা ­ ­।

•পানি পতনের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত-Guaira ­, ব্রাজিল।

..................................................................................
১. খাবার স্যালাইন আবিষ্কার করে কোন প্রতিষ্ঠান?
উ. আইসিডিডিআরবি
২. বাংলাপিডিয়া প্রকাশ করে কারা?
উ. এশিয়াটিক সোসাইটি।
৩. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?
উ. রাষ্ট্রপতি।
৪. ইসরাইল রাষ্ট্র কত সালে প্রতিষ্ঠিত হয়?
উ. ১৯৪৮ সালে।
৫. দুই জার্মানি একত্রিত হয় কোন সালে?
উ. ১৯৯০ সালে।
৬. মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে?
উ. সৌদি আরব।
৭. ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে?
উ. ১৯৭৮ সালে।
৮. হিলারি ক্লিনটন আমেরিকার কোন নির্বাচনী এলাকা থেকে সিনেটর নির্বাচিত হন?
উ. নিউইয়র্ক।
৯. ভারতে কয়টি অঙ্গরাজ্য আছে?
উ. ২৮টি।
১০. যে ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না
উ. হেপারিন।
১১. মানুষের লিঙ্গ নির্ণয়ী ক্রোমোজমের সংখ্যা কয়টি?
উ. ১ জোড়া।
১২. আকাশ নীল দেখায় কেন?
উ. নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে।
১৩. রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কিসের কাজ করে?
উ. লেন্সের।
১৪. পানি ঢেলে কেরোসিনের আগুন নেভানো যায় না, কারণ কী?
উ. কেরোসিন পানির চেয়ে হালকা বলে।
১৫. হীরক উজ্জ্বল দেখায়, কারণ কী?
উ. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়।
১৬. ‘বাঘে মহিষে এক ঘাটে জল খায়’- এখানে ‘বাঘে মহিষে’ কোন ধরনের কর্তা?
উ. ব্যতিহার কর্তা।
১৭. ‘দুয়ারে দাঁড়ায়ে প্রার্থী, ভিক্ষা দেহ তারে’-এখানে ‘দুয়ারে’ কোন কারক?
উ. ঐকদেশিক আধারাধিকরণ।
১৮. কোন বিরাম চিহ্নের ক্ষেত্রে থামার প্রয়োজন নেই?
উ. লোপ চিহ্ন।
১৯. ‘কারচুপি’ শব্দের ‘কার’ উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে?
উ. ফারসি।
২০. যে পুরুষ বিয়ে করেছে তাকে এক কথায় কী বলে?
উ. কৃতদার।
২১. ‘গরুর শকট’ শব্দটি কী দোষে দুষ্ট?
উ. গুরুচণ্ডালী।
২২. ‘না, আমি যাব না’-এখানে ‘না’ কোন ধরনের অব্যয়?
উ. অনন্বয়ী অব্যয়।
২৩. ‘সবিতা’ কাব্যগ্রন্থটি কার লেখা?
উ. সত্যেন্দ্রনাথ দত্ত।
২৪. নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে নজরুল কোন কবিতাটি লেখেন?
উ. কাণ্ডারী হুঁশিয়ার।
২৫. রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি রাজনৈতিক?
উ. গোরা।
২৬. ‘তার প্রেমি কি সুখ হতো সে যদি ভালোবাসিত’-এ গানের রচয়িতা কে?
উ. শ্রীধর কথক।
২৭. ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কী?
উ. আঙুর।
২৮. ‘শম’ শব্দের অর্থ কী?
উ. শাস্তি।
২৯. ‘গোঁফ খেজুরে’ বাগধারাটির অর্থ কী?
উ. নিতান্ত অলস।
৩০. ‘কার্য’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী?
উ. কৃ+য।
৩১. টিএস এলিয়েটের কবিতার বাংলা অনুবাদ করেন কে?
উ. বিষ্ণু দে।
৩২. বাংলাদেশ বিমানের প্রতীক কী?
উ. বলাকা।
৩৩. বাংলাদেশে এ পর্যন্ত কতবার সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়েছে?
উ. একবার।
৩৪. বাংলাদেশের সংবিধানে মোট কতটি ভাগ রয়েছে?
উ. ১১টি।
৩৫. আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আওতাধীন?
উ. প্রতিরক্ষা মন্ত্রণালয়।
৩৬. সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কী?
উ. নারিকেল জিঞ্জিরা।
৩৭. ‘চর গজারিয়া’ কোন জেলায় অবস্থিত?
উ. লক্ষ্মীপুর।
৩৮. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বাঁধনহারা’র পরিচালক কে?
উ. এ জে মিন্টু।
৩৯. ইরান প্রথম পারমাণবিক কর্মসূচি কবে শুরু করে?
উ. ১৯৫০ সালে।
৪০. জাতিসংঘের প্রথম ন্যায়পাল প্যাট্রিসিয়া ডুরাই কোন দেশের নাগরিক?
উ. জ্যামাইকা।
৪১. বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয়?
উ. অক্টোবর মাসের প্রথম সোমবার।
৪২. পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে?
উ. নিকোলাস অটো।
৪৩. পানামা খালকে কোন মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়?
উ. প্রশান্ত মহাসাগর।
৪৪. জাতিসংঘের বাইরে কোন শহরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়?
উ. লন্ডন।
৪৫. কিসে ক্লোরোফিল নেই?
উ. ছত্রাক এবং ব্যাকটেরিয়াতে।
৪৬. মশা নিবারণকারী সাইট্রোনেলা গাছটি কোন দেশের বিজ্ঞানীরা আবিষ্কার করেন?
উ. যুক্তরাষ্ট্র।
৪৭. মুক্তার ওজনের এককের নাম কী?
উ. গ্রেন।
৪৮. কেমোথেরাপি কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়?
উ. ক্যান্সার।
৪৯. কোয়ার্টজ কী?
উ. সিলিকন ও অক্সিজেন দ্বারা গঠিত একটি বর্ণহীন কেলাস।
৫০. বিশ্বে প্রথম এইডস রোগী চিহ্নিত হয় কোন দেশে?
উ. যুক্তরাষ্ট্রে।

r

জ্ঞানের অষ্টম পর্ব

প্রশ্ন ;- আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম পৌরসভা কোনটি ?
উত্তর ;- ভেদরগঞ্জ,শরীয়তপুর।

প্রশ্ন ;- বাংলাদেশের কোন জেলায় শিশু শ্রমিকের সংখ্যা বেশী ?
উত্তর ;- নাটোর(সর্বনিম্ন পাবনা ও জয়পুরহাট)

প্রশ্ন ;- ১৫ ডিসেম্বর ২০১০ কোন স্হানকে দেশের ৩১২তম পৌরসভা ঘোষনা করা হয় ?
উত্তর ;- কুয়াকাটা,পটুয়াখালী।

প্রশ্ন ;- বাংলাদেশের তৈরী পোষাক আমদানীতে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর ;- মার্কিন যুক্তরাষ্ট্র(দ্বিতীয় জাপান)

প্রশ্ন ;- বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেল উদ্ভবক কে ?
উত্তর ;- ড.জামালউদ্দিন (বাংলাদেশ)

প্রশ্ন ;- ৮ জানুয়ারিতে ২০১১ প্রধানমন্ত্রী কোনটিকে সিটি কর্পোরেশনে উন্নতি করার ঘোষনা দেন ?
উত্তর ;- রংপুর।

প্রশ্ন ;- বাংলাদেশ রাইফেসলস (BDR)-এর পরিববর্তিত নাম কি?
উত্তর ;- “বর্ডার গার্ড বাংলাদেশ” (BGB)

প্রশ্ন ;- বর্ডার গার্ড বাংলাদেশ কবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ?
উত্তর ;- ২৩ জানুয়ারী,২০১১।

প্রশ্ন ;- কৃষি বিষয়ক বেতার কেন্দ্র চালু হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে ?
উত্তর ;- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে।

প্রশ্ন ;- সোমালিয়ার জলদস্যরা বাংলাদেশের যে জাহাজটি ছিনতাই করে তার নাম কি ?
উত্তর ;- এমভি জাহান মনি।

প্রশ্ন ;- দেশের বৃহত্তম সৌর বিদ্যু কেন্দ্র কোথায় অবস্হিত ?
উত্তর ;- স্বন্দ্বীপ,চট্টগ্রাম।

প্রশ্ন ;- সম্প্রতি কোন গাছকে জাতীয় বৃক্ষ (গাছ) ঘোষনা করা হয় ?
উত্তর ;- আম।

প্রশ্ন ;- জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে শান্তিরক্ষী প্রেরনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর ;- বাংলাদেশ।

প্রশ্ন ;- দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্তিম লেক কোনটি ?
উত্তর ;- মহামায়া লেক(মিরসরাই.চট্টগ্রাম) বৃহত্তম লেক হলো কাম্তাই লেক।

প্রশ্ন ;- সম্প্রতি দেশে চালুকৃত নতুন টেলিভিশন চ্যানেলের নাম কি ?
উত্তর ;- সংসদ বাংলাদেশ টেলিভিশন।

প্রশ্ন ;- সম্প্রতি দেহে ছড়িয়ে পড়া ভাইরাসের নাম কি ??
উত্তর ;- নিপা।

প্রশ্ন ;-বাংলাদেশের ইন্টারনেট সেবা প্রদানকারী সংগঠনের নাম কি ?
উত্তর ;- ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

প্রশ্ন ;- বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্হিত ?
উত্তর ;- ভাটিয়ারি,চট্টগ্রাম।

প্রশ্ন ;- বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্হিত ?
উত্তর ;- পতেঙ্গা,চট্টগ্রাম।

প্রশ্ন ;-বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্হিত ?
উত্তর ;- যশোর।

প্রশ্ন ;- বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম কি ?
উত্তর ;- কিংদাও হাইওয়ান সেতু,চীন(৪২.৫৮ কি.মি.)

প্রশ্ন ;- বিশ্বের সর্বপ্রথম কাঠের কুরআন শরীফ কে তৈরী করেন।
উত্তর ;- শিল্পী মহসেন ফুলাদি (ইরান)

প্রশ্ন ;- ২০১১ সালের জানুয়ারীতে দ্বিতীয় ব্যক্তি হিসাবে কার কন্ঠে স্বরযন্ত্র স্হাপন রা হয় ?
উত্তর ;- ব্রেন্ডা জেনসন (USA) (১ম- টিমোথি হিয়েডলার )

প্রশ্ন ;- ইউরেনিয়াম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর ;- কাজাখস্তান (২য় কানাডা)

প্রশ্ন ;- বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেনের নাম কি ?
উত্তর ;- হারমনি এক্সপ্রেস (চীন)

প্রশ্ন ;- বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার কোনটি ?
উত্তর ;- তিহান-১

প্রশ্ন ;- বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয়ের নাম কি ?
উত্তর ;- রিয়াদ উইমেন্স বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন ;- সামাজিক যোগাযোগ সাইট “টুইটার” এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তর ;- বিজ স্টোন।

প্রশ্ন ;- “উইকিলিকস” এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তর ;- জুলিয়ান অ্যাসাঞ্জ(অস্ট্রেলিয়া)

প্রশ্ন ;- বিশ্বের প্রথম কৃত্তিম কিডনি আবিস্কারক কে ?
উত্তর ;- ড.শুভ রায় (বাংলাদেশ)

প্রশ্ন ;- বিশ্বের সর্বোচ্চ ভবন “দা প্রিন্সেস টাওয়ার” কোথায় নির্মিত হচ্ছে ?
উত্তর ;- দুবাই (সংযুক্ত আরব আমিরাত)

প্রশ্ন ;- ১ জানুয়ারী ২০১১ কোন দেশ ইউরো মুদ্রা চালু করে ?
উত্তর ;- এস্তোনিয়া।

প্রশ্ন ;- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কতটি দেশে ইউরো মুদ্রা চালু রয়েছে ?
উত্তর ;-১৭টি দেশে।

প্রশ্ন ;-জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম শহর কোনটি ?
উত্তর ;-কায়রো,মিশর।

প্রশ্ন ;- ২০১০সালে বিশ্বের শীর্ষ মোটর গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি ?
উত্তর ;- টয়োটা(জাপন)

প্রশ্ন ;- ১মার্চ ২০১১ সার্কের দশম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহন করেন কে ?
উত্তর ;- ফাতিহা দইয়ানা সাঈদ(মালদ্বীপ)

প্রশ্ন ;- বিমসটেকের স্হায়ী সচিবালায় বা সদর দপ্তর কোফায় হচ্ছে ?
উত্তর ;- ঢাকা,বাংলাদেশ

প্রশ্ন ;- ২০১১ সালে কোন ব্যক্তি ইসলাম ধর্মে বিশেষ অবদানের জন্য বাদশাহ ফয়সাল পুরস্কার লাভ করেন ?
উত্তর ;- আবদুল্লাহ আহমাদ বাদাবী (মালয়েশিয়া)

প্রশ্ন ;- ইসরাইলের চালকবিহীন জঙ্গি বিমানের নাম কি ?
উত্তর ;-”ইটান”,র অর্থ “শক্তিশালী”।

প্রশ্ন ;- বিশ্বের দীর্ঘতম রেলওয়ে টানেলের নাম কি ?
উত্তর ;- গোথার্ড বেস টানেল (সুইারল্যান্ড এবং ইতালি )

প্রশ্ন ;- সম্প্রতি কোন দেশে জনসমক্ষে ধূমপান নিষিদ্ধ আইন কার্যকর হয়?
উত্তর ;- স্পেনে।


###সংগৃহীত & copied from many app and website